গোছা গ্রামের সাহাজুল ৬টি ছাগলের মালিক

৩১ মে ২০২৫, ০৩:৪১:০৯ AM

গোছা গ্রামের সাহাজুল ৬টি ছাগলের মালিক
===============================
যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন, মোহনপুর শাখা থেকে ২০২৩ সালে মোহনপুর উপজেলার গোছা গ্রামের সাহাজুল ইসলাম কে ১টি মা ছাগল দেওয়া হয়েছিল। মা ছাগলটি প্রথম বার ১টি মেয়ে বাচ্ছা দেয় এবং বাচ্ছাটি মায়ের দুধ পেট পুড়ে খাবার পর ও প্রতিদিন দেড় কেজি দুধ দোহন করে বিক্রি করে ১২,০০০ টাকা আয় করতে সক্ষম হয়েছেন।আজ ২ এপ্রিল ২০২৫ রোজ বুধবার যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর এক্সিকিউটিভ ডাইরেক্টর এস,এম,আল-আমীন ফয়েজীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাহাজুল এর বাড়ী ভিজিট করলে তিনি ফাউন্ডেশন এর প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেন এবং জানান যে, ফাউন্ডেশন এর সহযোগিতায় ইতোমধ্যে আমার একটি ছাগলের ফার্ম হয়ে গেছে। আম রা স্বামী স্ত্রী দুজনেই ছাগলগুলো লালন পালন করি।আমার দুটো মেয়ে একজন ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে পাশ করে কলেজের লেকচারার হিসেবে নিবন্ধিত হয়েছে।ভিজিট কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডাইরেক্টর জনাব মু্হাম্মদ শহিদুল ইসলাম এফসিএমএ, মুহাম্মদ তোফাজ্জল হোসেন, মুহাম্মদ শহিদুল ইসলাম প্রমুখ।