আসমা বেগম (৩৫) মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বাসিন্দা। ৪ বছর আগে দিন মজুর স্বামী আলতাফ হোসেন মারা গেলে ৪ সন্তান নিয়ে দুঃখের সাগরে হাবু ডুবু খাচ্ছিল। অতঃপর পাড়ি জমায় ঢাকায়। আশ্রয় নেন আফতাবনগর এর শহরতলীর ঝুপড়িতে। চাকুরী নেন রোজ ২০০ টাকা মজুরীতে একটা সবজির দোকানে। মাত্র ২০০ টাকায় ৫ জনের পরিবার খেয়ে নাখেয়ে কোন মতে চলছিল। নিজে সাবলম্বী হবার জন্য পুঁজি খুঁজতে ছিলেন। যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর ভাইস চেয়ারম্যান প্রিন্সিপাল সোলায়মান স্যারের সহযোগিতায় যাকাত তহবিল থেকে ৫,০০০ টাকা পুঁজি প্রদান করলে আসমা নিজেই শুরু করেন সবজির দোকান। মাত্র ২ মাসের প্রচেষ্টায় আসমার সংসার ঘুরে দাঁড়িয়েছে। ফাউন্ডেশন এর পক্ষ থেকে খোজ খবর নিতে গেলে আসমা জানান, তার প্রতিদিন ৬০০ থেকে ৮০০ টাকা আয় হচ্ছে। তিনি এখন খেয়ে পড়ে সুখে আছেন। যাকাত ফাউন্ডেশন এর উপকারের কথা সে ভুলবেন না। ভবিষ্যতে তিনি যাকাত আদায় করবেন। ইনসেটে সবজি নিয়ে দোকানে বসে আছেন আসমা।