অষ্টগ্রামের হতদরিদ্র তহিদ মিয়ার ২টি ছাগলই শেষ অবলম্বন

৩১ মে ২০২৫, ০৪:০৪:০২ AM

 অষ্টগ্রামের হতদরিদ্র তহিদ মিয়ার ২টি ছাগলই শেষ অবলম্বন


অষ্টগ্রাম উপজেলার খয়েরপুর গ্ৰামের হতদরিদ্র তহিদ মিয়ার টানাপোড়েনের সংসার। সংসারে তারা দুইজন স্বামী-স্ত্রী আর অসুস্থ শশুরের ঔষুধ ও চিকিৎসার বাড়তি খরচের প্রয়োজন মেটাতে গিয়ে দিন দিন অসহায় হয়ে পড়ে। প্রয়োজন একটু বাড়তি আয়ের, তখন অসহায় অবস্থা দেখে এগিয়ে আসেন যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর মিডিয়া বিভাগের প্রধান সাংবাদিক তাজুল ইসলামের মাধ্যমে তহিদ মিয়াকে যাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে একটি মা ছাগল প্রদান করেন। ডিপ গোল্ডেন কালারের হরিনের মত ছাগল পেয়ে তহিদ মিয়া বেশ খুশি। ইদানিং ছাগী কালো রঙ্গের একটি বাচ্চা দিয়েছে। ভবিষ্যতে তহিদ মিয়া দুইটি ছাগল থেকে গর্ভে আরও কয়েকটা ছাগলের বাচ্চা আছে এগুলোকে মিলিয়ে আস্তে আস্তে বড় করে একটি ছাগলের খামার করার ইচ্ছা ব্যক্ত করেছেন।